Micro poem and photography special issue ...
Editorial team of Ghorsowar
* * * * *
Photography by Prof . Dr.
Chandrani Choudhuri,

সুজাতা ঘোষ রায়
*****
জয়তী কুন্ডু
বৃষ্টি এলো , এলোমেলো হাওয়া
শরীর জুড়ে দহন জ্বালা
বজ্রপাতের ফলায় হৃদয় দ্বিখণ্ডিত
তার আগে দগ্ধ পৃথিবীতে
পোড়ামাটি শিল্প হয়ে উঠেছিল
আজ সব শীতল ইতিহাস ।।
Photography by
Jayoti Kundu .
*****Cristina Serghiescu
( Romania )
I gather colors of living dreams, to draw on the temple of nature,
I cover the deserted hours, with all the round of happiness.
****
Marlene Pasini
( Mexico )
In the fountains of the orchards
the sky of the High Atlas
reflected clouds in whimsical shapes
Eden of everlasting fragrances
tuberose, lilies and jasmine
wisdom of sufi saints.
Photography by
Marlene Pasini (Mexico)
*****
Marija Lazarevic (Petkovic)
( Serbia )
IN FRONT OF US
The days passed completely alone
Nothing awaits us ahead in the dark
At the end, celebrities are sitting at the table
Frozen foreheads came uninvited.
Photography by
Marija Lazarevic (Petkovic)
( Serbia )
*****
Subrata Roy Chowdhury
। বাউন্ডুলের হিজিবিজি।
কারারুদ্ধ
মুক্ত চিন্তার দল এখন শুধুই জান্তব দীর্ঘশ্বাস।
চারদিকে অন্ধকারের রাজ্য!
ফেনিল সমুদ্র।
মরমী বাতাসের মরণঝাঁপ।
বানভাসি সময় যেন এক অতল সুরঙ্গ!
ভোর হল বুঝি!
©সুব্রত

Photography by
Subrata Roy Chowdhury.
****
নীহার রঞ্জন দাস
বহুকাল ঠিকানাহীন
এইসব নগরীর মানুষেরা ।
কে জেনেছে মৃগছায়া ঘ্রাণ
শুধু তুমি নীরব আখ্যান ।
প্রলাপের সব ভাষায়
তোমার ই অবয়ব ।
Congrast to all
ReplyDelete