Nihar Ranjan Das
Ghorsowar web magazine. (India )
*********"*********
মহুয়া দাসের কবিতা গুচ্ছ
অরণ্য
বসন্ত এল বলে।
হলদে শাড়ি আর সবুজ চুড়িতে
যতটা সুন্দর হয়ে ওঠো,
তেমনটি
আর কিছুতেই নয়।
স্নান সেরে নাও এবার।
***************************
বাসন্তী
আবারও একটা শীত পেরিয়ে
তুমি এলে।
হলুদ উত্তরীয় আর সবুজ ফাগে
অরণ্যও প্রস্তুত।
***************************
মন পাখি
যে পাখি ডেকে গেছে
আগের বসন্তে
তার ঠোঁটে আজও ভালোবাসা।
বেঁধে রাখি নি বলে
আজও তার ডানায় সবুজ।
ভালোবাসাকে বাঁধতে আছে? বলো?
****************************
পিটুনিয়া
পিটুনিয়া , মন রাঙানিয়া
দুখ জাগানিয়া
চুমু নেবে তো? বলো?
তোমার নরম পাপড়িতে
ভেসে ওঠে যে বাসন্তী মেয়ে
তার চোখের হাসি কাজলকালো।
***************************
পরিচিতি --
মহুয়া দাস বাচিক শিল্পের জগতে এক পরিচিত নাম।বিগত ২৪ বছর ধরে ,এই জগতে তাঁর অবস্থান। দীর্ঘ দিন থেকেই মঞ্চ অনুষ্ঠান সঞ্চালনা ও আবৃত্তি করে আসছেন। প্রায় ১৪ বছর স্কুলে শিক্ষকতা, কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলে সঞ্চালনা, সংবাদ পাঠ, বহুজাতিক সংস্থায় ভয়েস ওভার আর্টিস্ট ও কন্টেন্ট রাইটিং, লন্ডনের একটি রেডিও চ্যানেলের কনটেন্ট রাইটিং, বাংলাদেশের একটি সংস্থায় আবৃত্তি ও সঞ্চালনা শেখানো , মঞ্চ অনুষ্ঠান পরিচালনা ইত্যাদি বহুবিধ কাজ করে গেছেন নিয়মিত। বিশ্ব কবিমঞ্চ কলকাতা শাখার সম্পাদক তিনি। তাঁর কবিতা দেশ ,বিদেশের বিভিন্ন পত্রিকা, পোর্টাল, বইতে প্রকাশিত হয়ে চলেছে নিয়মিত। সম্প্রতি তিনি বিদেশের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার কবিতা বাংলা ভাষায় অনুবাদ করবার গুরু দায়িত্ব নিয়েছেন এবং এই কাজ খুবই দক্ষতার সঙ্গে করে বিদেশেও সমাদৃত। এর ফলে বিভিন্ন দেশের সাহিত্য সংস্কৃতির এক সুস্থ, সুন্দর মেলবন্ধন ঘটছে।
**************"*************
ঘোড়সওয়ার আন্তর্জাতিক বহুভাষিক ওয়েব ম্যাগাজিন ।
--------------------------------------------
No comments:
Post a Comment