World Wide Web Magazine
Ghorsowar
আন্তর্জাতিক ওয়েব ম্যাগাজিন
ঘোড়সওয়ার
Editor. Nihar Ranjan Das
🌹🌹🖊️🌹🌹🖊️🌹🌹🖊️🌹🌹
কবি শাশ্বতী চ্যাটার্জীর অণু কবিতা
আমায় ক্ষমা করো বৈয়াকরণ, ক্ষমা করো সূত্রধর!
ক্ষমা করো সুধীজন, অনুগ্রহকারী রাজেশ্বর।
কবিতা ছাড়া আমার আর কোনো কণ্ঠস্বর নেই।
আর কোনো কৌশল নেই
নিজেকে জ্বালিয়ে ফের নিভিয়ে দেবার...
Photo ( art ) from net .
****
Micro poem of poet Anna Donovan (Texas)
Eternity paces the consonance
of parallel lay lines,
nameless roots sing
of belonging and weep
down the crinkled cheeks
of ancient places.
****
কবি প্রান্তিক বাগচীর অণু কবিতা
রাজগোদিতে মাংস চিবাও, তত্ত্ব - তথ্য বিরাট ব্রেনি
লড়ছে যারা ঘাম ঝরিয়ে, পিষছে সেসব তলার শ্রেণী;
আমার ঘরের সকল ছেলে, ধরছে লাঠি বইয়ের আগে
শোষক তোমার প্রতিশ্রুতির, মিথ্যে আশায় স্বপ্ন জাগে-
চাষীর পেটে আগুন জ্বলে, তোমার দোসর খুব সুখেতে
তফাৎ শুধু মরবে এরা, তোমার ভাষণ ফেসবুকেতে!
****
Micro poem of Marya Berry (France)
How shall I speak to you?
In the language of the night,
that only night understands,
the night in you dreaming.
I shall dream of your night,
plucking a wild pink rose
and stormy sky’s soliloquy
from the night’s open heart.
And I shall belong to you
as dreams belong to night.
****
কবি মীরা মুখোপাধ্যায়ের অণু কবিতা
আমি চাই তুমি কথা বলো ফাল্গুনের মধ্য থেকে
মূর্তিমতী বসন্তের মতো
অথচ তোমার হাতে ঝরা পাতা, শীতের শূন্যতা
শীত থেকে বসন্তের দূরত্ব কতটা !
সমস্ত দুঃখের পর, রিক্ততার শেষে আমি চাই
তুমি কথা বলে ওঠো পুষ্পিত উপত্যকা থেকে
*****
Poet Madhu Gangopadhyay
Haiku
Blooming tulip spread
Persephone tiptoes, hush
Ocherous glow drips
Frozen dreams unfurl
Sunflower sway in spring breeze
Vernal festoons stir
©️#madmusings
****
কবি পিয়ালী দেব গুপ্তের অণু কবিতা
তুমি আর আমি মিলে আগামী তে ঝেড়ে ফেলবো চিরন্তন ক্ষত গুলি।
হলদে ঝিঙের ফুলের গন্ধে ভরা বাতাসে নেবো মুক্তির স্বাদ।
জৈবিক উত্তাপ ছড়ানো প্রেম আমাদের জন্য নয়।
নরম গোলাপী আভায় মোড়া এক পৃথিবী ভালোবাসা চাই।
****
Photo ( art ) from net .****
Micro poem of poet Carl Scharwath
Waiting for your resurrection
In the damaged allegory of utopia.
Hope rejuvenates in the anamnesis of
Memories stored in another past.
Anxiety orbits amidst the constellations
Aching to return to the ordinary world.
****
কবি সুমিতা ঘোষের অণু কবিতা
নক্ষত্রের আলো গায়ে মেখে অপেক্ষার দিন গুনি
দখিনা বাতাস বইছে হৃদয়ে
ফাগুনের আগুন বয়
তুমি ডেকে নিলে হাজার ঝারবাতি জ্বলে ওঠে
তোমার চুম্বন গচ্ছিত রেখে লাজুক হতে হয়
পলক হীন চোখে প্লাবন আসে ভালোবাসার ।
****
Micro poem of poet Dustin Pickering (USA)
a rhyme is distant time
echoing golden truth
from silver bones of God
strung on harps
of finished flesh,
forever recommended.
****
কবি রূপা চক্রবর্তীর অণু কবিতা
এক অন্তহীন অমাবস্যায় ছেয়ে আছে মানব হৃদয়...
জীবন এখন শুধুমাত্র স্বার্থান্বেষী অস্তিত্বের প্রত্যয় !
ভ্রান্ত পথে চলা মিছিলের ভিড়ে হারিয়েছে বিশ্বাস,
অসহায় ক্ষুধার্ত মানুষ আজ গণতন্ত্রের ক্রীতদাস !
ভাবতে অবাক লাগে, একদিন সে মিছিলে ছিলে তুমি...
নীতিহীন নেতাদের সাথে মায়াবী আলোয় শুনিয়ে ছিলে - আগমনী !!
****
Micro poem of poet Shamim Ahmed ( London )
willow leaves glowed in death
Minneapolis trembles at the last breath of George Floyd
The longing for a drop of water remained with the earth
O people of the world, how long is the inequality of humanity?
Have you forgotten about that Syrian child?
If George also tells God everything about your demonism
What if the plague comes down again like Corona?
****
কবি অজয় বৈদ্যের অণু কবিতা
নীল আকাশ , ফাঁকা পথঘাট
একা চিল রৌদ্র মাখে গায়
কে আটকায়-
করোনায় নাই ভয় ঘুর -পাক খায়
মাটির কাছাকাছি যায়
ভাবে -
মানুষ কেন মুখ লুকায় ?
প্রকৃতি আজ সবাইকে দিল ছুট -
কেবল মানুষ কাঠগড়ায়.....
****
Micro poem of poet
Dr Patience Chiyangwa
(Zimbabwe)
Enticing heartbeat song of beaming smiles
Souls searching for the strive
Rhythmic joy of gyrating dance triumph
Listen to the loud sound of silence
Echoes of voices of decent
****
কবি সমর সুরের অণু কবিতা
এ জীবন এমন হতো না
যখন চৈত্রের দুপুরও ছিল শরৎ সকাল।
যদি তুমি আসতে সেদিন,
এ জীবন এমন হতো না
আলো নয় ছায়া চেনা একান্তজরুরী।
বন্ধুর মেয়ে আজ কলেজ যাচ্ছে
ওর শাড়িতে লেখা টু বি অর নট টু বি।
****
Micro poem of poet Stefania Miola -(Italy)
You are the source that quenches my thirst; the light that guides me When I flock in the dark; You are the sun That makes everything shine, The heat that warms My heart when I feel cold and fear You are love
****
কবি কাজল রায়ের অণু কবিতা
ফুল সজ্জায় অবহেলায় যেমনই ফুটুক
নিসর্গ
শিশু দেয়ালায় হাই তুলে হেসে উঠলেই
ঈশ্বর
ভালোবাসার আলো হৃদয়ে ছুঁয়ে দিলেই
রূপকথা
****
Micro poem of poet Adriana Apostol
( Romania )
And in the hourglass weep time,
The seconds in the sand measure,
I'm getting lost with the season,
restlessness surrounds me.
And the stars go out in me,
I fall in love all at once ..
****
Micro poem of poet Valentina Novković ( Serbia)
Going into silence
Pyrrhic are victory
those who clung to the tongue
in front of the noise
that declared the abuss
for the bridge.
****
Giovanna Damiano ( Italy )
Translation from Italian original versione
Once you asked me not to leave. So did I.
A golden shield covered my unstitched heart.
Now it's time of Silence,
reinforced concrete heavy as a hateful prison.
A dense loss accompanies wandering eyes.
****
Micro poem of Poet
Miroslava Panayotova,
( Bulgaria )
These flowers that I see,
those mornings that are mine too,
those springs that are for everyone,
those birds that I hear,
this song that I like,
this is life, this is life.
****
Photo ( art ) from net .Micro poem of poet Milka J. Solaja ( Belgrade )
It shines
bathed in dew,
peeking through long lashes,
morning of sorrow ..
My tears,
we are alone again
morning and me.
****
Micro poem of poet Dessy Tsvetkova, ( Bulgaria )
They fall off with shiny glow,
orange memories
from sunrises
and moments,
that came out of heaven.
The Lord reminds us all,
that we are part of infinity forever.
****
picture , from , NETMicro poem of poet Xrisa Nikolaki
( Greece )
Frosty sadness of the glass
runner will melt on the bench of Spring when the chickadee will sing again.
All it takes is a cigar and a kiss to break the loneliness of flakes.
****
কবি গৌতম মুখোপাধ্যায়ের অণু কবিতা
যন্ত্রণা ছড়িয়ে আছে ওর মুখে, কিন্তু কী করবো আমি!ওটা মোছাতে গিয়ে
রুমাল ভিজিয়ে ফেলি নিজের-ই
অশ্রুতে।
এ কেমন খেলা যেখানে দুজনে আসলে
জড়িয়ে যাচ্ছি এই রাধা-মাধবপুরে,
যেন এ ভাবেই বিশ্বের মুক্তি সম্ভব।
****
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
এই কাব্যিক যাত্রাপথ অনন্ত হোক।
ReplyDelete