Ghorsowar world wide web magazine
Editor. Nihar Ranjan Das
****************************Micro poem of Poet Stefan Bohdan
HOW PLANETS ARE BORN
Boiling pot of water
bubbles appear from the depths of nowhere
then float away
how planets are born
(Image of bubbles in a pot of boiling water)
****************************
কবি রাজীব দে রায়ের অণু কবিতা
পরিত্যক্ত ইঁদারা একটি
অদূরেই পড়ে আছে, চৌহদ্দির ভিতর,
পাতা জমে মজে গেছে বা হেজে গেছে
এমনটা বলা যদিও ঠিক নয়,
প্রতিটি দিন শেষে অইখানে সাঁই সাঁই
ক্রমাগত ঘাই মারে অবাধ্য হৃদয় ।
****
Micro poem of Poet
Purbasha Mondal ( India )
like a weeping fly
she comes through
white mountain
with her dancing sparrow
the solitary evening
starts to sing
the songs of her dream.
****
কবি পরাগ ভট্টাচার্যের অণু কবিতা
নীল সাগরের সীমানায় আকাশের হাতছানি
সূর্যের অস্তরাগে লজ্জার রঙ
চাঁদ ওঠার প্রাক্কালে ব্যস্ত উথাল পাথাল ঢেউ
একটু পরেই ফসফরাসের আগুন উঠবে জ্বলে
ছাইয়ের আবরণে ঢেকে যাবে জীবন্ত সৈকত
একলা ঝিনুক খুঁজে বেড়াবে অমূল্য মুক্তো
****
Micro poem of Poet Marija Lazarevic ( Serbia)
The last day is for the dandelion
which protrudes from the cut grass
for a bipolar inflamed snail
who is hauling too heavy house with him
for extinct shooting star in semi-darkness
for ozone, for the world, for a peaceful dream in it.
****
কবি শীলা পালের অণু কবিতা
এক আকাশ উদারতা নিয়ে আসে তোমার সকাল,
পল্লবীত পুষ্প বনে ছড়িয়ে পড়ে তোমার সৌন্দর্য,
তবু তার মাঝে এত হলাহল
কেন মানুষের মনে,
পারো না মানবতা দিয়ে শুদ্ধ করে
পৃথিবীকে মালিন্য মুক্ত করতে?
একটা ঝকঝকে দিনের মতো যাপিত জীবন শুধু চাই।
****
Micro poem of Poet Dzgoeva ( Russia )
I want the world to be always at peace.
Let him not put on a soldier's uniform for the war.
So that pigeons fly in a peaceful sky.
A hungry man would not think about his daily bread.
Let friendship flourish in all countries.
People would completely forget about tyrants.
****
So that pigeons fly in a peaceful sky.
A hungry man would not think about his daily bread.
Let friendship flourish in all countries.
People would completely forget about tyrants.
****
কবি বিকাশ দাসের অণু কবিতা
যে শয্যা পেতে রেখেছো
আগুনের বিলীন মেখেছো
এসো, নিশিভোর ফুল ফোটাই। বসন্ত আঁকি। গান গাই।
অরণ্য ছায়া মাখি। একাগ্রে চেয়ে থাকি। সমগ্র ধরে রাখি।
মেঘ ছুঁয়ে বৃষ্টি হয়ে যাই।
মাটি ছুঁয়ে সৃষ্টি হয়ে যাই।
শরীরের সমূহে অন্ধ-বধির সৌন্দর্য মেতে এক হয়ে যাই।
****
Micro poem of Poet Cristina Serghiescu (Romania)
You dream, in the palm of your soul your clouds roam,
I feel you, your crows pass through the sky,
I hear you, lights are blowing in your mind,
I'm waiting for you, in the clear dew on the lilies,
I'm looking for you, among the thorns of silence,
I'm gathering you, from shards of pain.
****
কবি শম্পা সাহার অণু কবিতা
মাঝে মাঝে আগুনের ডাক দেওয়া হোক
মাঝে মাঝে জাগুক এক প্রবল বিপ্লব।
নিভে যাওয়া ছাই চাপা আগুনের শিখা
আবার উঠুক বেঁচে তীব্র বিশ্বাসে।
সব সারা, ধ্বংসের শেষে শুরু হোক নতুনের
এক ঊষর নিদাঘ সমাপনে বর্ষায় নব সৃজনের।
****
Micro poem of Poet Jasna Gugić
( Croatia )
Do you feel
the vibration of
freedom
born in the chained
thoughts of a captive
heart born to flee.
****
কবি সঞ্জয় সাহার অণু কবিতা
নীরবে নিভৃতে তোমার এই অভিসার
আমি কিছুতেই বুঝতে পারি না !
নীরবে রহে যাও ত্র্যহস্পর্শের অন্তরায়
কত তিথি যেন না ঘুমিয়ে শেষ হয়,
তোমার প্রতীক্ষায় !
তোমার সেই অজানা সংকল্পে....
****
Micro poem of Poet Lăcrimioara Iva- ( Italy )
Time didn’t manage to
count
up to three
and my childhood,
Puff! passed by me.
****
কবি অনিরুদ্ধ ব্যানার্জির অণু কবিতা
হাতে নেইফোন,
হাতে মৃত্যু
উপবাসী ছেলেটার ক্লান্তি নেই
মরণের ভয় ছিঁড়ে
এগিয়ে চলেছে সে
রুটি চাই, ফ্যান চাই, এটাই জীবন।
****
Micro poem of Poet Tanja Ajtic (Canada)
My love, our love
is limited to a smile,
seeing,
to hopelessness,
because we will never be closer
in the meeting of kisses.
****
কবি কার্ত্তিক পোদ্দার -র অণু কবিতা
জীবন যৌবন বৈকালিক রোদ, আসে চুপি চুপি,
বিবেক বুদ্ধি সম্বল হলে আকার মানুষরুপী।
রসিক নাগর ছোট্ট অলি ওষ্ঠ রঙ্গিন ঠোঁটে
দিবা নিশি মধুর টানে ফুলের পানে ছোটে।
ভুখা মনের আহার সকল হয়ে আছে জড়...
পারো যদি হৃদয় দিয়ে জড়িয়ে তাঁরে ধর।
****
Micro poem of Poet
Subhankar Chattopadhyay
Marriage is a two-way treaty,
Friendship too,
If the former fails,
Latter will do.
Once grows, will never fade.
Love is always one-sided.
কবি নিমাই জানার অণু কবিতা
আগুনের কাছে খুলে দিতে হয় নৈঃশব্দ্যের পালক ,
গোপন শরীর অন্তঃক্ষীরে জেগে থাকে শ্যাওলার প্রাচীন জনপদ মৃদভেদী অন্ধকারের ডান হাতে অদৃশ্য সুবল পুরোহিত রাত কঙ্কালটির জননতন্ত্র দেখে নেয় কর্নিয়ায়
প্রাচীন সহবাসের অন্তিম অভিসার লুকানো আছে মনোসাইট
লোকণিকায় ,ঈশ্বর দশমিকের ওপর রেখে যাচ্ছেন অবিনশ্বর হরিৎ ,
****
Micro poem of Poet Ewith Bahar ( Indonesia )
I built a wall, my own territory
To live with my own rule
Comprehending a true freedom
But life doesn't need a wall
And wants every element
Harmoniously mingled. **** কবি অর্পিতা বৈদ্য - র অণু কবিতা
এ এক কেমন জীবনে জড়ালে
যার বাধঁনটা এত নরম।
একটু ছোঁয়া লাগতে
সেই বাধঁন খুলে যায়।
ছেড়ে যায় সকল কিছু
মনে পড়ে তখন অনেক কিছু।।
****
Micro poem of Poet Vali Sorea
( Romania )
Pick me nard flowers
And make them bouquets
Hide-n's myself in bundle
Your love between them
To hold them in the heart
I don't waut it to hurt.
কবি পায়েল সাহার অণু কবিতা
আমি তো বরাবরই খাঁচাবন্দী পাখি
বাইরের জগৎটাকে শুধু দু'চোখ মেলে দেখি .....
তবু জানি,
একদিন সব বাঁধার শিকে Noছিঁড়ে
পাব আবার মুক্ত জীবন ফিরে।।
****
Micro poem of
Zdravka Babic (Republika Srpska)
From thirsty sips of primordial and holy water from your lips, my eyes became springs in the sea of your admirer...
****
আমার অহংকার ছিল, আনন্দ ছিল,
বিষাদ ছিল, উচ্ছাস ছিল, নীরবতা ছিল,
আবার হাহাকারও ছিল!
একটু আশ্রয় যদি দিতি তোর ওই অরণ্য বুকে নিদ্রা জাগরণের স্বপ্ন নিয়ে এক মুহূর্ত বেঁচে থাকতাম...
@অমিতাভ
****
Micro poem of poet Tanu Vermani Kapoor ( India )
An abysmal void
Where you sojourned
An aching heart
A love to be mourned
A buddy, a soulmate
Entwined in one
Your love so warm
As rising Sun
Silhouettes I see all around
Why you are free
I so earthbound
You sing to me
With whistling wind!!
****
কবি পুতুল গুপ্তের অণু কবিতা
বেনিয়মের শিকল ভেঙে
করবো কবে পার,
নিয়ম আবার গড়বে জীবন,
'সুখ ' হবে তার সার !
****
Micro poem of GUMI
Irene Guzman Martinez
( Mexico )
I wander like a butterfly between beautiful gardens to find my way and be able to pose, between jasmine petals and rose flowers ready to impregnate me with their essence and be able to dream.
****
কবি আলোলিকার অণু কবিতা
আজ বড় মেঘলা দিন, বড় সুসময়
ভাঁজভাঙা জামা আর বুকে জলপাইয় ঘ্রাণ নিয়ে ত্বকের জানালা খুলে অপেক্ষা
যা দেবে দাও কোন কিছু
যাবেনা আজ নিস্ফলে নয়তো জেদের আগুনে পুরিয়ে করো ছাই হৃদয়ের সকল অনুভূতি
****
কবি অর্পিতা রায় (হালদার) - র অণু কবিতা
রাত্রির স্তব্ধতায় সবাই আচ্ছন্ন—
আকাশে চাঁদ,
পৃথিবী, কেউ নেই বাকী,
শুধু জেগে আমি,
প্রত্যাশার বুকে
দীপ জ্বালবো বলে...
****
কবি মঞ্জু ঘোষ চৌধুরীর কবিতা
সুখগুলো সব কোঁচড়ে রেখেছি।
দুঃস্বপ্ন গুলো উঁকি দেয় পাঁজরে ।
গোপন কান্নায় প্রহরে বিষাদ ,
দানব রক্তাক্ত করেছে হাত,
পথের বাঁকে বাঁকে লাশ।
****
অণু কবিতায় নীহার রঞ্জন দাস
ছয় লাইনের অণুকবিতা লিখতে গিয়ে
আমার কুচকুচে কালো চামড়ায়
খুঁজে দেখি
কোথাও কোনো ধর্মের বর্ম লেগে আছে কিনা !!
তারপর কিছুক্ষণ শবাসন সেরে উঠে বসি
আমার কুচকুচে চামড়ায় ধর্ম নয়
মানুষের ঘ্রাণ খুঁজে নিই ।
🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️
***************************
চমৎকার হয়েছে সংখ্যাটি...অভিনন্দন ও শুভকামনা 💐💐
ReplyDelete