World wide web magazine GHORSOWAR
ঘোড়সওয়ার
আন্তর্জাতিক ওয়েব ম্যাগাজিন
______________________________
মালা চক্রবর্তী
এমন দিনে
যখন আমি ছোট্ট ছিলাম, পৌষ পার্বণে
ভোরের আলো ফোটার আগে উঠোন লেপে
স্নানটি সেরে, শীলে বাটা চালের গুঁড়োয়
ঠাম্মি আঁকতো পাঁচটা গোল্লা, সমান মেপে।
প্রবেশ পথে, গোয়াল ঘরে, তুলসী তলায়
আমি কেমন চেয়ে থাকতাম অবাক চোখে
ধান-দুব্বায়, সিঁদুর ফোঁটায় সাজছে বাড়ি
আজকে আবার খুঁজছি তাকে রিক্ত শোকে।
এমন দিনে সুবাসিত নলেন গুড়ে
সন্ধ্যে হলেই নতুন চালের স্নিগ্ধ বাসে
পিঠে-পুলির সুঘ্রাণেতে প্রাণটি আকুল
মা-ঠাকুমার হাতের গুণটি হাওয়ায় ভাসে।
এমন দিনে পড়ায় কী আর মনটা বসে!
রান্না চালায় মাটির উনুন, আবার জ্বলে
ঠাম্মি ভাজে ঢিমে আঁচে চিতই পিঠে
ভাইটা ঠিকই বেশি খাবে, নানা ছলে।
ঝিনুক দিয়ে উঠছে পিঠে বাটির মতো
বেগুন বোঁটায় সরায় তখন তেলের প্রলেপ
উথলে উঠে পায়েস বুঝি পড়ল আঁচে
জীবন মানেই উৎযাপনের সারসংক্ষেপ।
উনুন জুড়ে মাটির সরায় চিতই পিঠে
গরম গরম ঝোলাগুড়ের সারম্বরে
গোকুল পিঠে, পাটিসাপটা, মুগের পুলি
এমন দিন কী আর কখনো আসবে ফিরে?
--------------------------------------------
শামীম আহমদ
হৃৎপিণ্ডের কাছে আমি...
বোধের কপাট খুলে
বেরিয়ে আসি অস্তিত্বের খোঁজে ।
আমি বেরিয়ে আসি
মৃদু পায়ে পিঁপড়ার মতো ,
ভয়ের সমুদ্র পাড়ি দিতে গিয়ে
আবার অন্ধকারে ডুব দেই
অকস্মাৎ আমার ছায়া চুরি হয়ে যায়
নিজেকে আর দেখিনা
বুকের পাঁজর ভেঙে দেখি ঐ দূরে
হৃৎপিণ্ডের কাছে শামীম
থরথর কাঁপছে !
আলোর প্রাণশিরা আজ দ্বিখণ্ডিত ।
অনিন্দ্য আলোয় যারা এসেছিল
সাথে আমিওতো ছিলাম
এখন শুধু তাদের মুখোশ দেখি ,
আর হৃৎপিণ্ডের ডানে বামে সম্মুখে পশ্চাতে
শৃগালের পালের মতো মাঠ ভর্তি চোখ !
--------------------------------------------
Marco Antonio
DETRÁS DEL CRISTAL
Y, como si no fuera suficiente… querida Margarita,
después de enamorarme con tus rizados cabellos dorados,
vestida toda de un blanco radiante...
y ése pantalón verde que te convierte en una flor imponente y esbelta.
Cómo si no fuera suficiente…
con el frío de la madrugada te acurrucaste debajo del cristal, ocultándome tu hermoso rostro y tu dorado cabello.
Como si no fuera suficiente…
así agachada,
detrás del cristal ocultada,
detrás del cristal con tu belleza aumentada...
detrás del cristal... todavia me seduces.
--------------------------------------------
Saiprakash
PEARLY GREENS!
I saw the spectacular scenery from a distance
Though the air is filled with mist
I took off my shoes,to feel the velvelty touch
Walking barefoot miles and miles on the grasses filled with snowflakes
My elated spirits unbound,those dew drops caressing my feet ,like my mother's hands ,on a sleepy morning
My joy wanted to fufill upto its brim,before the warmth of the early morning Sun hitting the blades of grass devioiding the jewels of pearls hanging on their edges
Oh ! What site to frame my pschye in perpetual splendor
--------------------------------------------
Scott Thomas Outlar
Cold Snap
Depends on how sharp
the drugs are
How many tricks can you kick
when the world turns tipsy?
Can you starve yourself clean for a vision
while the archons peck at your flesh?
There is a not so subtle
difference now
in the degree between
dancing and throwing a riot
--------------------------------------------
শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ
যখন আমি ব্রাডলির ভাই
চেতনার আকাশে একটু-আধটু করে বৃত্তাকারে বেড়ে ওঠা চিন্ময়ী চাঁদ
যেমন অনায়াসে ফিকে করে দেয় প্রকৃত চাঁদটিকে—এ সত্য অনুভবকে
প্রত্যক্ষ করে ক্ষয়িষ্ণু আকাশে আমি নির্মাণ করেছিলাম বিরল ভঙিমায়
লাবণ্যময়ী অনন্য এক মানবীচাঁদ।
এক্ষেত্রে আমাকে ব্রিটিশ ভাববাদী ব্রাডলির ছোটভাই ভেবে নিতেই
পারো। আমি আপত্তি করবোনা মোটেও। কেননা, আমার অস্তিত্বের
চেতনায় যেসব পবিত্র পাপ প্রায়ই বিশুদ্ধভাবে বসবাস করে-তাদের
কসম খেয়ে আমি বলতে পারি,এ মানবিক মৃত্তিকার চাঁদ মধ্যবয়সী
এক বালকের শাদা দাড়িগুলোকে
ঠিক কালো করে দিতে পেরেছিল।
--------------------------------------------
Donya Mirzaei
Every single day
I leave the part of my beauty
in a street
And every single night
I come back to my bed
I come back to my bed
I come back to my bed
With a little less of me
Because
I do not want to leave behind
Any single piece of me
for death!
(Translated by: Fadil Oktay)
------------------------------------------------------
Dessy Tsvetkova
Pale shadows in the dim light,
trying to reach out with their hands the window,
as if they want to enter,
but not through the doorstep.
Tensely elongated, willow branches.
They tap with outlines on the glass.
Messages of the passer-by in love.
-------------------------------------------
নিরুপম শর্মা চৌধুরী
গোপন কাতরতা
রাত লিখে যায় গোপন খাতায়
নিজস্ব কবিতা;
ধূসর রঙে সাজিয়ে তোলে পাহাড়গুলো
কিংবা সবুজ চিকন গাছের পাতা...
অবশেষে হয়তো কিছু লতাপাতা;
এভাবেই গোপন উষ্ণতাতে
জারিত হয় রাত আর
শীতার্ত রাতের নগ্ন কাতরতা!
------------------------------------------
রাজেশ কান্তি দাশ
বিকলাঙ্গ সভ্যতা
মস্তিষ্কের
নিউরনগুলো বিক্রিয়া শুরু করলে
বিকলাঙ্গ ছায়াছবি হয়ে ওঠে
উত্তম, মধ্যম ও নাম পুরুষের।
অর্থাৎ---
আমি, আমরা
তুমি, তোমরা
ও
সে, তাহারা'র...
সভ্যতা বিকিয়ে যায় নির্লজ্জ চক্ষুচর্মের ভিতর!
আমি সমাজের শিল্প চষতে চষতে
উপত্যকার উপর শুধু নষ্ট স্রাবের গন্ধ পাই।
-------------------------------------------
Natasha Stanic
CUDDLE THE CHILD INSIDE YOU
In the night,
while the sea waves tremble uneasily,
I know, it`s about to dawn.
A new morning is a new challenge,
and to accept it means
to forget evil and to live without hated.
That`s how you get stronger…
cuddle that child inside you.
Immediately. Don`t wait.
Every moment is precious.
The treasure you carry in your heart, deep,
you can give away to everyone.
That`s happiness
to Feel the touch of the sea waves,
touch of rustling leaves,
the wind that fall asleep in your hair,
and the hands of someone very dear
cuddling you while dreaming
the child in you
calls and prays.
Do you hear its cry?
Cuddle it and live your dream.
--------------------------------------------
Mila Ribeiro Machado
from me flow
From me all the woes flow
All the pains and sorrows
That overshadow my senses
And they end up disappearing
In the fire of hidden silences
From me, all the longings and dreams flow
Painted with all the colors of the universe
Each occupies a special place.
In the rainbow of my existence
From me all the tears and laughter flow
Hidden in the depths of my gaze
Blank pages of my dawn
In the book of life I'm writing
From me all the hugs and kisses flow
Pregnant with desires and desires
To get lost in other arms
Of being shipwrecked in the sweet breeze of another breath
From me all the woes, pains and sorrows flow
Missing and dreams flow
tears and laughter
Hugs and kisses flow
In a stream of emotions
Sailing towards the ocean of words
--------------------------------------------
TÜRKAN ERGÖR
THERE IS JOURNEY
If him is going
Him had to go
If him is not returning
Him had to stay
This road has an end
There is journey at the end of this road
There is leave
There is eternity
Every human
As like every passenger
One day depart
Him completes his own life.
****************************