ডানা মেলে দিল কিছু পরিযায়ী পাখি—
মাখে ধুলোবালি নগ্ন নির্জনতা,
বনজ্যোৎস্নায় ভিজে যায় মাধুকরী ।
কোয়েলের কাছে হলুদ বসন্তের
কোজাগর ডাক, তুমি রেখে গেলে নাকি!
©মালা চক্রবর্তী
I am transformed into a beautiful template of Silence
And nothingness is my tabernacle
I have no choice but to listen to the voice of Silence
And let it be a flow of sacred poems
I hope this answers the question
©Kenneth Maswabi
জেনেও, ইচ্ছাকৃত হৃদয় ছুঁতে যাই-
লেলিহান রূপ দেখি আগুন বুকে
জড়িয়ে নিলেই নিঃশেষ অভিমান;
অভিযোগ ধোঁয়ায় মেশে
অনন্তের,শূন্য পথে...
© অভীককুমার দে
My cheeks fail me
She smiles like a Lilly in bloom
In splendor and awe,I am hypnotized
A never ending smile
I wonder,when can I become a Lilly!
©Saiprakash
হাঁটছি দেখো আলোকবর্ষ ধরে।
পথিক সেজে ফিরছি দেশে দেশে,
মিলবো দু'জন তারা-খসার শেষে।
ভালোবাসার স্বপ্ন দেখে সবাই-
সত্যি ভালোবাসতে পারে ক'জন??....
©রনিতা পাল
And choose the ones with you...
It will take you years, put together
To listen to them all,one more life, maybe two,
They will not be enough
So many thoughts I gathered with you, for you...
©Carmen Silva
ধুলোবালি ধোঁয়া গ্যাস ওইখানে যায়।
আকাশ নিজের মনে বেশ খুশি ভাব,
একটু ঝক্কি নেওয়া আর কিবা চাপ!
তারা বাতি সারা রাতই খালিপেট চায়।
মুঠোফোনে ছবি দেখে কিছু বোঝা যায়?
©অমিতাভ সরকার
Shoot Shoot and Shoot
Keep walking ,Pull the trigger
In the words In angry letters
In the melancholy
In the screams of the chest
Gloria Sofia
জীবনের চাঁদ ধোঁয়াশা ভরা
সুখের মুকুল অজান্তেই ঝরে পড়ে।
স্বপ্ন দেখি ...
করতল ছুঁয়ে যায় জ্যোৎসার প্লাবন
সেথা যদি খুঁজে পাই সুখের নন্দনকানন।
©মঞ্জু ঘোষ চৌধুরী
in the shard of truth,
I hurt my fingers
in the wall of untouched,
I crush my eyes
in the mist of the unseen.
©Cristina Serghiescu
পাতা ঝরানোর
ঘাসেরও কিছু দাবি থাকে
মাড়িয়ে যাক
পথেরও কিছু দাবি থাকে
হারাও তাকে ।
© সুস্মিতা কৌশিকী
link silk wings in sky castles,
wear the star black cloud's dream
to assenble the night owl's wishes,
and a girl's dance on bone china,
the cracking ache salts the breeze's hairline.
©Anna
কোলাহল স্তব্ধ হলে একদিন
নির্জন এসে হাত ধরে নিয়ে যাবে,
প্রশান্ত বনভূমিতে ।
সেদিন গাছ হয়ে যাব ।
© রাজীব ভট্টাচার্য
Are those stars
or the headlights of a car?
O my dear,
we are all just deer
staring at God.
© Scott Thomas Outlar
পঁচিশে বৈশাখ তুমি নিয়ে গেলে শ্রাবণের রাতে।
কবিতার ছবি ছেঁড়া ছেঁড়া কত কথা কয়ে গেল
এক শিশু আকাশের মতো।
আমি চেয়ে থাকি
দিনপঞ্জিকার প্রতিটি পাতায়
বৈশাখ যদি আসে ফিরে।
©পুণ্যব্রত মুখোপাধ্যায়
I long for my dreams, they surround the universe,
The dawns, looking at the stars, are hidden,
I catch them in the halos of life, intertwine with holy love.
© Daniela Marian
চরম মুহুর্তে ফিসফিসিয়ে বলি
আমিও বহুগামী
তারপরই দু'টি পথ তৈরি হয়
ভিতরে পাথর ভাঙার শব্দে
আরো কিছু অনাবশ্যক শব্দের জন্ম হয়
নিপুণ কৌশলে ..
©সঞ্জিতা দাস (লস্কর)
It emerged soft and warm In the majesty of the night, Being a flower of a day. It crossed my sky from end to end, What a shooting star And he never knew how important he was in my life.
© Doris Mabel Pena Sepulveda
এ দেহ ইজেল,
তুমি তার থেকে রং নাও,
ছবি আঁকো নিজের খেয়ালে
যেখানে ছোঁয়াবে তুলি,
লিখে দেবে ব্রজবুলি
তাকে রেখো গাঢ় আবডালে।
©শুভঙ্কর চট্টোপাধ্যায়
Time flied in competition
এ শহরে ভোর হলে
শুরু হয় বেঁচে থাকা
অশ্রু ও বারুদের দিকে
রেশনের লাইন সোজা নয় বলে
ক্ষতের পাশে দাঁড়িয়ে থাকে
আমাদের পুরানো অভ্যাস।
©সুমন বন্দ্যোপাধ্যায়
Blooming bud stage
Dwelling in love
Fleeting hearts
Tornado dwells
Melting beneath
Melancholy
©️Namrata Pillai
সে চেয়েছিলো এমন ললিত সন্ধ্যা,
যার মায়ায় লজ্জাতুর হয় যৌবন।
সোনার পঞ্চপ্রদীপ পোড়ালো তার মন।
স্বপ্ন যে তাসের ঘর,ভেঙে পড়ে,
কলঙ্কের দগ্ধদহনে ম্রিয়মাণ সময়
আজ শুধু স্মৃতিরা করে রোমন্থন।
©লেখা নাথ
Every night I talk to the coloured Pot
Who sleeps with my weeping pillow!
How do I cut off my emotion?
How do I trim my beard?
Am I the Mint Chutney
Of your Chicken Tandoori?
© Purbasha Mondal
নদীর ওপারেই ভালোবাসা
মেঠো পথের দু'ধারে সেখানে
কদম বনে গাঢ় সবুজে ঠাসা।
তার চোখে আমার ডুবসাগর
জীবনচাবি বন্ধক ঐ যেখানে
জমা রাখি মনের হরেক খবর।
© অশোক হাওলাদার
The divine silence, frames the essence
of smoky promises in devotion intense,
heavenly bliss hatch miracles in strain,
like glow worms in dark, spark pain.
In sunshine, ordinary worms they are,
like rhymed chants of routine prayer.
© Moon Drop
একটি ছ লাইনের কবিতা লেখার জন্য
ডেকে নিলাম আকাশ মেঘ ও বৃষ্টি
একটি ছ লাইনের কবিতা লেখার জন্য
ডেকে নিলাম পঞ্চভূতের পাঁচ রকম রেসিপি
এখন... মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে আর জীবন ও
হৃদয় পাশাপাশি বসে বাঁশি হয়ে বাজছে
©পিনাকী রঞ্জন সামন্ত
Falling leaves caress
Earth looks decked
Scattered foliage
All around
Hope for new birth
Making all joyous
© Seema Sharma
কেন হয় এমন?
মূল্য বুঝি,
হারাই যখন...
ভালোবাসি আলো কে,
আঁধার ঘনায় যখন ????
© পুতুল গুপ্ত
বুকের থেকে বুকের ধ্বনি আলোকবর্ষ দূর,
লালন করি আমরা তবু বিভেদ সমুদ্দুর!
শ্লোকের মত ভালোবাসা মুছলে পরস্পর,
লুটিয়ে পড়েন বিহ্বল হয়ে অবলোকিতেশ্বর।
Silence is silentm
minutesare too long,
no sign ...
What does that suggest?
Speechless
without a sigh ...
©MilkaJ. Šolaja
অনন্ত আকাশ যদি সাক্ষী থাকে
আমি তোকে ভালোবেসে বলে যেতে পারি
মানুষ হতে গেলে কিছু চাই না প্রিয়
একটু দক্ষিনের মলয় বাতাসে ছড়িয়ে দিও উদারতার স্নেহ স্পর্শ
যা মানবিক ডানা মেলে নতুন দিগন্তে স্মিত মুখে
বলে যাবে ভালো থেকো ভালো থেকো।
© শীলা পাল
It's beyond the world of her lustrous and lustful eyes , that love
Creates a fool's Paradise -
The Black mountain's curved body
Stops the motion of grey bucks !
The silent mermaids secretly chant -
" Bloodbath can never bring in good luck ! "
©Priyanka Banerjee
জীবন কেটে যায় কোনো একভাবে
ফুটপাত কিংবা গাছের তলায় রাত যাপন করে
হাড়কাঁপানো শীতেও উদোম গায়ে
কড়া রোদ্দুরে অবিরাম কাজ করে
পা, চোখ কিংবা বাবা-মা ছাড়াও
জীবন বহমান
©আব্দুর রাহমান মাসরুর
Balmy breeze
Kissing the trees
The soft sun
Cosmic fun
Waft of festivites
Bring along!
©️#madmusings❤️
অজানা নদীতে ভাসাই জীবন তরী।
খুঁজি মন খারাপের থেরাপি,
পোউষের বাদলা দিনের পড়ন্ত বিকেল
নির্দ্বিধায় নিভৃতে বসে করি আঁকাআঁকি ।
you and me
inseparable
two buds
on a bough
we bloom and
wilt together..
©iammusaafiir
চোখে দেখা আকাশ আর তার বাইরের মহাকাশ,
এর সবটা নিয়েই আমরা।
আমাদের নিয়েই তুমি?নাকি তুমি নিরাকার?
কে বলবে এসব মিথ্যে!
ইচ্ছে করে উদভ্রান্তের মতো ছুটি...
অফুরন্ত প্রহরের ভাবনায় তুমি।
©মৌসুমী
আমি দেখি সমাজবাদী
তুমি কামনা করো মাহাত্বের
আমি ইশারায় সব বুঝি ।
সৌন্দর্যবোধ তো শরীরের কথা বলে না
বিদ্রূপের হাসি কটাক্ষ জানে ।
© আদিমা মজুমদার
মায়া কি আর ভিড় করে
কালো পায়রার আকাশে
এক চিলতে রোদে
উড়িয়ে দিই তোকে ।
অসীমান্ত জেনেছে শুধু
পৃথিবী ঘুমোয় শূন্যে।
© নীহার রঞ্জন দাস
তোমাকে শেখাবো নতুন গান
কুসুমবনে ফাল্গুন এলে
তোমাকে সাজাতে গিয়ে
আকাশের নীল মেখে নেব হাতে
আগুন হব কঠিন সংগ্রামে ।
©মীরা চতুর্বেদী
~~~ ঘোড়সওয়ার - Ghorsowar ~~~
Editor. Nihar Ranjan Das .India.
Editorial and coordinator team
Marlene Pasini ( Mexico )
Gitan Alice lleana ( Romania)
Miroslava Panayotovs
(Bulgaria )
Gerlinde Staffler (Italy)
Daniela Marian (Romania)
Gabriel S. Weah ( Liberia )
Madhu Gangopadhyay, ( India ).
Mala Chakraborty , (India )
Smita Gupta Biswas , (India )
Sujata Ghosh Roy . ( India )
Subrata Roychoudhury (India )
Monju GhoshChoudhury (India)
Sujit Baksi ,( India )
Sanjita Das laskar, ( India )
Bilash Ghosh , ( India )
Kakoli Ghosh( moon) ,( India )
---------------------------------------------------
খুব সুন্দর কাজ হয়েছে। কবি নিহার রঞ্জন দাস সম্পাদিত 'ঘোড়সওয়ার'এর এমন একটি প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
ReplyDeleteMuchas gracias
ReplyDeleteBellos poemas, muchas gracias
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDeleteখুব ভালো একটি Magazine.
ReplyDelete