সন্ন্যাসী যে জাগিল ওই , জাগিল ওই জাগিল !
হাস্য - ভরা দখিন - বায়ে অঙ্গ হতে দিল উড়ায়ে
শ্মশানচিতাভস্মরাশি --- ভাগিল কোথা ভাগিল ।
মানসলোকে শুভ্র আলো চূর্ণ হয়ে রঙ জাগালো ,
বুকের মাঝে শোক পুষেছি মেঘের সাথে করছি ভাব
মনের মাঝে নতুন করে হয়েছে তোমার আবির্ভাব।
কে বলেছে নেইকো তুমি গিয়েছো চলে বহুদূর
তোমায় ছাড়া শুন্য সবই ব্যর্থ সকাল রাত দুপুর।
কোনখানে নেই তোমার প্রভাব সবক্ষেত্রেই গড়েছো পথ
সবার মাঝেই করছো বিরাজ প্রিয় কবি রবীন্দ্রনাথ।।
©অজিত কুমার বর্মন
🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹
মহাপ্রস্থানের পথে
"এ জীবনে পেয়েছি মধুর আশীর্বাদ,
মানুষের প্রিতিপাত্রে পাই তাঁরি সুধার আস্বাদ।
দুঃসহ দুঃখের দিনে
অক্ষত অপরাজিত আত্মারে লয়েছি আমি চিনে ।
আসন্ন মৃত্যুর ছায়া যেদিন করেছি অনুভব
সেদিন ভয়ের হাতে হয়নি দুর্বল পরাভব।
মহত্তম মানুষের স্পর্শ হতে হইনি বঞ্চিত,
তাঁদের অমৃত বাণী অন্তরেতে করেছি সঞ্চিত
জীবনের বিধাতার যে দাক্ষিণ্য পেয়েছি জীবনে
তাহারি স্মরণলিপি রাখিলাম সকৃতজ্ঞ মনে।"
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment