1936 - 2021Dear Sir
Rest In Peace
“আমার ভারী ইচ্ছে করে আমার কোনও ভীষণ সুখের মুহূর্তে এমন সুন্দর কোনও পথে হাঁটতে হাঁটতে কোনোদিন আমি জাস্ট ফেড-আউট করে যাব। তারপর আমাকে কেউ ডাকলেও আমি ফিরব না — আমি নিজে — ডাকলেও আমি আর সাড়া দেব না। অথচ আমি আমার চারপাশের অন্ধকারেই ছড়িয়ে থাকব — ঝিঁঝির ডাক হয়ে থাকব, জোনাকি হয়ে থাকব — তারার আলোয় দ্যুতিমান শিশিরবিন্দু হয়ে থাকব, ঝরাপাতা হয়ে থাকব...,,"
-- বুদ্ধদেব গুহ
🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
সকল কবি এবং পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। Welcome to
our all poets and readers.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Editor. Nihar Ranjan Das pl
Siliguri , Darjeeling,
West Bengal , India.
Editorial and coordinator team
Madhu Gangopadhyay,
Bangalore , India .
Mala Chakraborty ,
Kalyani . West Bengal,India .
Smita Gupta Biswas ,
Kolkata, West Bengal , India .
Sujata Ghosh Roy .
Kolkata .West Bengal, India .
Subrata Roychoudhury
Siliguri,West Bengal , India .
Monju Ghosh Choudhury,
Siliguri , west Bengal India .
Sujit Baksi , Siliguri , west Bengal , India .
Sanjita Das laskar, Silchar, Assam , India.
Bilash Ghosh , Hoogli ,west Bengal , India ,
Kakoli Ghosh( moon) , Baharampur , west Bengal , India .
Daniela Marian , Romania.
Gerlinde Staffler, Italy.
Marlene pasini , Maxico .
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
Editorial ....
Only poem, song, and drama can break the chain and bring a free yard. Today the whole world is before us in an authoritarian form. We will break this chain, to walk our path with this vow.
শৃঙ্খল ভেঙে এক মুক্ত উঠোন আনতে পারে কেবল কবিতা , গান , নাটক । আজ সমস্ত পৃথিবী এক স্বৈরাচারী রূপ নিয়ে আমাদের সামনে । এই শৃঙ্খল আমরা ভাঙবো এই ব্রত নিয়ে আমাদের পথ চলা ।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


বিদ্রোহী কবি
ঘোড়সওয়ার এর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি ......
তোমার নীরবতা নেই , নেই তোমার মৃত্যু তুমি চিরজাগ্রত ধুমকেতু ......
"আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে জন্ম নিয়েছে। যদি কোনদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকীত্বের পরম শুন্য হতে অসময়ে নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল; সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূন্যার্থের তৃষা নিয়ে যে একটি অশান্ত তরুন এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্না যেন স্বপ্নে আমাদের মাঝে কেঁদে গেল।
যদি আর বাঁশি না বাজে- আমি কবি বলে বলছিনা, আপনাদের ভালবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি-আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি,আমি প্রেম দিতে এসেছিলাম। সেই প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরব পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা কত কবিতা হয়ত বেরুবে আমার নামে,দেশপ্রেমিক-ত্যাগীবীর-বিদ্রোহী বিশেষনের পর বিশেষন, টেবিল ভেঙ্গে ফেলবে থাপ্পর মেরে,বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে-বন্ধু তুমি যেন যেওনা। যদি পার চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো, তোমার আঙ্গিনায় বা আশেপাশে যদি একটা ঝরা পায়ে পেষা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি—-
“তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবনা
কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙ্গিবনা
নিশ্চুল-নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী
গন্ধ বিধুর ধূপ”।।
🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏~~~~~~~~~~~~~~~~~~~~~~ নীহার রঞ্জন দাস
যদি আর ...
যদি আর দেখা না হয়
যদি আর দরজায় এসে দাঁড়াতে না পারি
অপরাধ নিওনা তবু ।
যে শ্লোগান উঠেছে পৃথিবীর বুকে
সবাই বলছে যখন
ধ্বংসের মুখে বিপন্ন জীবন
আমি তখনো মৃত্যু তোয়াক্কা না করেই ক্রমশ হেঁটে যাচ্ছি
পৃথিবীর বুক চিরে প্রেমের পথে।
কোনো মৃত্যু আমার প্রেমিক হতে পারেনা
কোনো বিচ্ছেদ আমার প্রেম আহত করতে পারেনা ।
আমার এক হাতে নিয়েছি তুলে
প্রেমিক কবিতার মন্ত্র
অন্য হাতে আমার অসহায় ক্ষুধার্ত শিশুর মুখ ।
পৃথিবীর মানচিত্রে একটা দ্বীপ এসে ঠেকেছে দেখো
আমরা ছুটছি সেই দ্বীপের উদ্দেশ্যে
কেউ রেখেছে মৌন আতঙ্ক বুকে
কেউ রেখেছে চোখের উজ্জ্বলতা ।
আমি রেখেছি আত্মশুদ্ধি
পরিশুদ্ধ পোশাকে
ফিরে দাঁড়ানোর অগ্নীবাণে ।
যদি আর দেখা না হয়
রেখে যাব অযুত বর্ষীয় কিছু স্মৃতি চিহ্ন ।
ব্যস্ত অলিগলি অথবা শহরের থেকে পাহাড়ের পথে রেখে যাব আমার শ্লোগান ।
কোনো ছায়া হাতে তুলে নিতে পারো কবিতার প্রচ্ছদে ।
বিলাসী জীবন ছেড়ে বড় মায়া লাগে কবিতার অক্ষরে ...
কোনো কালেই আমার দ্বারা কোনো কবিতা লিখা হয়নি ।
অথচ কবিতার ব্যানারে এখন চমক লেগে আছে ।
আমি মনপসন্দ কিছু অক্ষর তুলে তোমাকে সাজাই , অনুভবে স্পর্শ করি মসৃণ আলাপ ।
প্রতিটা মোড়ে মোড়ে আমি আওড়াই রক্তিম আওয়াজ ।
আকাশ ভেঙে তখন বৃষ্টির প্রলাপ ।
তিস্তায় শীতের চাদর নামে ,
আমি তখন নীল বর্ণ ,
আমার সত্তায় আগুন খেলা ,
আমি অগ্নি হাতে অপেক্ষায় কোনো এক ধ্রুপদী সকালের ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিলাস ঘোষ
( ভারত )
মানুষ শুধু ছুটেই গেল
স্থির হতে শিখলো না।
দাঁড়িয়ে শুনলো না একটিবারও
আকাশ অরণ্য মাটির গান।
বসে বসে দেখলো না কোনোদিন
গোটা ব্রহ্মাণ্ডটাই বুকের ভিতর বিরাজমান।।
মানুষ যদি স্থির হতে শিখতো
বুঝতো কেমন করে ঘোলা জল স্বচ্ছ হয়।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Glenda Uriarte Adobo
( Philippines )
Summer Apart
separated half of my life
I turned the step of love fading from there
Summer, why come back to the small street
Let the road of love now wither and moss
Watching the rain, stretching and tearing the heart.
water bubbles rising and falling
Once upon a time, we were in harmony with the same breath
now it's over and half way through
Has anyone ever come back here?
Let's reminisce the good old days
How many seasons have we been apart?
where heaven forever echoes love songs
This is the same place that saw me far away
years still longing for that silhouette
The old letter is still in the color of the page
The path of love only sees salty lips.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
HarinderCheema ( India )
SAVE THE EARTH
I don't have the brain of a scientist
I don't have the might of a politician
I can't heal like a therapist
I can't change things like a magician
I am a humble poet with my soul' s voice
And I intend to make a noise
That we have brought this world to naught
Now summers are hotter while winters are hot
The glaciers are creating havoc , melting soon
December is as confused as is June
Let's not put our master to shame
Let's not indulge in the blame game
We all have a responsibility towards the mother who gave us birth
Let's pledge to save the MOTHER EARTH
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Carmen Șendro ( Romania )
Nothing left
a mouse wonders in my house
in the house of my self-being
he gnawed through the shirt of my soul
my dreams pillow
the pair, the pair of my soul
even my Pandora's box
gnawed my timepiece,
so
nothing's left
now I stay and stare
nothing's left...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দীপক জানাডানা শব্দের ক্যানভাসে
সীমাবদ্ধ আকাশে আলো থাকেনা
সকলেই উৎপাটন চায়, পালকের
শরীরে শেকল স্থবিরতা
ইচ্ছে নয়, আদেশ স্পর্ধা দেখায়
যেটুকু শেকড় হাঁটে টব বিস্তারে
বনসাই জীবন চায
নদীতেও বাঁধ আঁকে কেউ
মানচিত্র লেখা হয়ে যায়
তবুও খাঁচার দাঁড়ে মাথা ঠোকে আলো
নিরুপায় যন্ত্রণার গাঢ় মেঘ জমে
ফুঁসতে ফুঁসতে বাঁধ মুখে নিলেই
পাখিরা মেঘের দেশে রোদ হয়ে যায়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Emilija Vasiljević( Croatia)
Evergreen memories
My love
Doesn’t ask for anything
From you...
Pearl tear
On the birch leaf
Twinkles
It doesn’t ask for anything.
- Deciduous grove
Preserves memories
Of her evergreen
Youth.
Howl of the blowball
Tore apart by the wind
Entwines into
The weeping willow hair.
Twinkles,
It doesn’t ask for anything...
- The lake near the osier bed
Preserves memories
Of his sunny figure.
Some floating sorrow
Tore apart by the wind
Entwined into
My bosoms.
Twinkles,
It doesn’t ask for anything...
- My evergreen love
Preserves memories
Of the sunny eyes of yours.
- I’m twinkling,
Not asking for anything!
(translated by Darko Kotevski)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তাপস মজুমদার
( ভারত )
ভাঙন
পেরিয়ে এসেছি,যোগ-বিয়োগের সাঁকো
সিন্ধুর জলে হলুদ-জোছনা-ঢেউ
ধুলোজমা চিঠি আরও ধুলোলীন থাকে
এমনি যাপন...তবু মন ভাঙে কেউ...
যে-ক্ষতের শুরু মহানন্দার বুকে
তীর্থভূমিতে সটান তীরন্দাজ
ছুঁড়়েছিল তীর শুদ্ধ ইমন রাগে!
নবীন আঙুলে বেজেছিল এসরাজ...
বৃষ্টিও কত নেমেছিল অযাচিত
ভিজে গেছি ভুলে মাঝপথে সঞ্চারী
সে-ছিল নিলাজ যেন মেঘের খিলানে
কস্তুরী বাস আর রাগ দরবারি ...
তবু তো ভাঙন,ভেঙে যায় অভিসার...
করপুটে ভরা ভাগ্যের পরিহাস
আমিও বুঝিনি তার হীরেকুচি-মোহ
ওই তীর্থেই...'ইন্দ্র কাকুর' বাস...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Ming-Keh Chen
( Taiwan )
The conveyor belt is scrolled forward constantly
Countless Ores are carried to move
and broken to pieces to be reshaped
It is a motor, unseen, tweets droningly and
stably
None ever asked me
Who I am
Ores are shaking on the conveyor belt
Fiercely as if they want to jump off
I take the bus on time every day
to work and go home
For a moment, I find the opportunity to escape
By all I can, I jump off
As ores fall at the end of the conveyor belt
Where is it?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Mariana Kiss( Romania )
Pictures with steep banks
At the border where the peaches fall into sin
And where the poppy, the red one breaks it,
Where the virgin holds have not yet trodden
And where you have to pay customs for the visa,
At the border where time forgets to come,
Where the lilac, barren wedding dress,
It breaks into tiny fingers of light
And where the crazy iels, they adapt,
There you will find me, longing for you,
Among the orange dew, which is about to burst,
Sitting on the white skin of a hammock stinger,
Woven by drunken sailors, from a dog's sap.
There you will find me, weary of blind words,
Embracing the memory with the wandering thought,
The minstrel, who sings in whispers at night,
Sheet music from a world she had received as a gift,
At dawn, on the melancholy slide,
Of darkness, who doesn't want to leave ...
There, I'm waiting for you around the clock,
With purple waterfalls, from which the spider weaves
Pictures with steep banks and eternally sad ...
I watch, through the snow of the traveling gypsy,
What rests on the porch of the beginning moon,
A love that slowly, slowly withers and dies.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Tong Thu Ngan
( Vietnam )
I WILL COME BACK
I'll be back when the afternoon sun falls
Pick you the leaves of purple autumn
Lull me into a golden dream
I will come back to walk with you
I will come back and tell you the story of my life
The story of the cloudy sky and the story of the boats
I will go back to the old attic so sad
To miss you in the old love seasons
I will come back... how much is enough
A love that has been around for many years
I will come back to find far away
Footsteps, listen to my heartbeat
Oh life... there's nothing strange about it
Because of love from a long time ago
Know how to love each other since the cradle
Hands grasping the predetermined momentum of life
I will go to the sea to cry salty tears
The boat plays with... the first silver wave
Why are we apart from each other?
How can a long life embrace love
Accept to embrace the second love
I'll be back... my true love
The star fruit has bloomed... the flower has turned purple on the hillside
I'll be back... my love...
I will come back to collect the last piece of sunshine and a strange dream
There's nothing to rush in life
We love each other is destiny
Don't blame me... the rain is still falling
Said love... means waiting
The starling flies in all directions
I'll be back... golden afternoon
Wait for me, the peony on the hillside has bloomed...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Priyanka Banerjee ( India )
Not to be Forgotten
With the falling of the dried up leaves
And the unmasking of the inhabitants Of the distant world , Epiphany stirs up the turbulent soul .
The ocean of silence , locked into hearts ,
Finds out a mejestic outlet ,
Through which silence is channelized to awaken the dead ,mythical structure ,
Beyond the world of anguish , pain and Rupture -
Suddenly , the tempest touches the sinews of the heart of the dancing lass ,
Who knows not the burning sensation
Of a slumbering foetus !
Suddenly, the Peacock smells the fragrance stored into the bosom
Of the blue lotus !
Suddenly , the touched veins absorb all the transparent bubbles that are coloured by the shining rainbows !
Suddenly , the shuddering mind aspires to experience the perennial "I".
Beyond the world of fixed destination and stereotyped categorisation ,
Lies the vast , blue ocean of cosmic Light -
Let us engulf it -
Let us kill those darkest shadows , that smell our bodies in our passionate day dreams .
Some truths are still expressed through the intertwined branches of the bending trees and the blushing cheeks -
Some lips are still waiting for Epiphany 's much nuanced slips .
Let's hold onto each other ,
Yet stay apart !
Let's hold onto each other ,
Yet , remain liberated within .
Let's celebrate
the moment of penetration
of the streak of light ,
into the darkest prayer room ,
Yet , let's remain concretized within .
Let the hungry eagle's flying feather and the Woman's shining nose ring defy the world of sins .
The insane , ecstatic lovers celebrate the moments of intense neutrality and ruthlessnes -
Yet , they love to cling to each other with a daring resistance ,
that defies the agony of traumatized existence .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Ends of 7th part ( August issue )
No comments:
Post a Comment