Editor. Nihar Ranjan Das
Siliguri. Darjeeling. India
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
পার্থপ্রতিম পানঅবারিত
গ্রামের বাড়িতে, কাঁঠাল কাঠের, সারাদিন খোলা থাকে
ফ্ল্যাটে সব বোর্ড, সেগুন পালিশ, আই হোলে চোখ রাখে
এমনও দরোজা, অন্দরে ডাক দেওয়া
সে জানে কেমন, হাম তুম চাবি খো গ্যায়া
এমনও দরোজা, যেতে নাহি দিব, কাঁটালতা ঘিরে থাকে
কপাটের ফাঁকে, মায়া চোখ দুটি, বিবাগীকে পিছু ডাকে
তথাপি দরজা, দরজা দেখিয়ে দেয়
লৌহ কপাট, হোক নির্মম, মানুষই পাল্টে দেয়
আমার দরজা, একা বোকা থাকে, কোথাও দেয়াল নেই
শুধুই পর্দা, ভালোবাসা মাখে, কোথাও দরজা নেই
দরাজ বাতাসে পর্দা হারিয়ে যায়
পথচারী বায়ু, প্রাণের আবাস, আকাশকে ফিরে পায়...
-----
Ming - keh chenRunning Water
Leaves flowing in the running water
are aware of running water
and that they will sink
I feel them
crying and laughing
Facing the running water, they
sometimes whisper softly
sometimes struggle
trying to control the current
But running water
don't know there are leaves
don’t know either
itself keeps flowing
I know
So is time..
........
পর্তুলিকা
পর্তুলিকা, ও আমার আলো,
কত রং নিয়ে
উজাড় হয়েছ
আমি যে বেসেছি ভালো...
তোমার অপরূপ উদ্ভাস
কি আনন্দ বয়ে আনে,
অজানা পাখির গানে
মন তাই বাতায়নে।
পিউ কাঁহার শিসে
দেখতে গেলাম যেই
জুড়িয়ে গেল দু চোখ
দেখি দুলছ বাতাসেই।
সন্ধ্যে ঘনাবে যেই,
ঘুমিয়ে পড়বে জানি,
পর্তুলিকা ওগো,
তুমিই আমার রাণী।
------
A City without birds
A city
Without birds
Is a city of
Without soul
In this concrete jungle
How birds will survive
Let's plant some saplings
To help them to survive
Skyscrapers are
Like the mountains
Blocking the sunlight ' n
Make an artificial evening
Nurture the nature
To be healthy
Nature's power
Is very wealthy
A city
Without birds
Is a city of
Without soul....
--------
চিরন্তন সত্য
শব্দ বৃক্ষ
পাতার রঙ হলুদ
বিবর্ণ বিষাদ এখানেই
আমার সমস্থ বিষাদ জুড়ে তৃষ্ণা
তোমার শরীরের ঘ্রাণ নিই
ঝোপ ঝাড়ের মধ্যে জোনাকির আলোর মত,
পাখিরাও সোহাগ করে,
ফুলের পরাগ ঝরে,
অদ্ভুত বিষাদ ও ভালোবাসা .....
ফেরারী মন মহুল বনে পাড়ি জমায়।
হেমন্তের আলগা শীতে তোমাকে জানার পর আমি চিনতে চেয়েছি নিজেকে,
আগুনের লেলিহান শিখা চিরন্তন সত্যকে আড়াল করতে পারে নি
কোথায় রেখেছ নিজের পানসি নৌকা?
তোমাকে ছুঁয়ে নিতে চেয়েছি ভোরের স্নিগ্ধ আলোয়।
আমার তৃষ্ণা সমুদ্রের ঢেউ নিয়ে আসে তোমারই আকাশে।
------
সৌরভ মজুমদারআনকাট
"বিয়িং ইউসড" একটি চলমান ক্রিয়া।
এর সাইড এফেক্ট নিয়ে
অন্য জীবনে কথা হবে।
শর্তের ইট গেঁথে সাজানো সন্ধ্যায়
একটি গজল শোনানোর ফরমায়েশ।
হাসির ভেতর ভেঙে যাচ্ছে
নির্মাণ।
টুকরো টুকরো আমি জলের ফোঁটার
মতন তোমার ঠোঁটে জেগে।
তুমি গেয়ে উঠলে,
"মুঝসে মিলনে কি ও করতা থা বহানে কিতনে"।
-------
হামিদুল ইসলামঅসহায় জীবন
জলের সহজ শর্তগুলো ভাঙি
দেখি জলের গভীরে জল। জলের গভীরে জীবন
বিষন্ন প্রান্তরে যখন ভেঙে পড়ে ছবির দেয়াল
দেয়ালে পিঠ রাখে আধপেটা মানুষ
কাড়া নাকাড়া
চাঁদ ভেঙে পড়ে অসংখ্য টুকরো হয়ে
এক একটি টুকরো ঝলসানো রুটি
আমি স্বপ্নে ঘুমোই
প্রতিদিন বৃষ্টিভেজা কথাগুলো সাজাই
কথার মাঝে অসংখ্য ক্ষুধার কথকতা
কথার মাঝে অথৈ শূন্যতা
হাওয়াবাড়ি বানারহাট পার্কস্ট্রিট ব্যস্ত এখন
তুরুপের তাসে এঁকে রাখি কর্কট পেট
জীবন বড়ো অসহায় গো। সত্যিই জীবন বড়ো অসহায়।
-------
ছায়াপথ
চোখের জল
চোখেই শুকিয়ে ফেলা যায়
যদি মাপতে পারো
দীর্ঘশ্বাসের পারদ স্তম্ভ।
সরলতার মরুভূমিতে
এলোমেলো ক্যাকটাস।
নির্বাক আকাশে
বিবর্ণ চোখ জুড়ে
আঁকি ছায়াপথ।
মধ্যবিত্ত স্বপ্নগুলো আসলে
মরিচীকার প্রতিবিম্ব।
ধরব ধরব ভাবতে ভাবতেই
বিদ্যুৎ চুল্লিটা শক দিয়ে যায়। ------
গোপন ইস্তেহার
নিষিদ্ধ এক ইস্তেহারে গোপন পরিচয়ে
লোক চক্ষুর অন্তরালে ক্রমেই বেড়ে ওঠা,
রাষ্ট্র এখন ব্যস্ত ভীষন ধর্ম নিয়ে
হাতের মুঠোয় বিভাজনের তাসের ফোটা৷
লড়াই শুধু তোমার আমার নয় তো হেথায়
দাবি পত্র পেশ করি তাই প্রান্তজনে,
রক্তনদী ভরবে যেদিন বুকের ব্যথায়
তোমার আমার মিলন হবে সাম্য গানে ৷
খাদ্য বস্ত্র বাসস্থানের এই পৃথিবী
কুক্ষিগত হায়না সম মালিক শ্রেণীর,
নগ্ন পদের মুষ্টিবদ্ধ হাতের দাবি
সমবন্টন সবকিছু হোক এই ধরনীর ৷
চলুক প্রচার গাঁ-গঞ্জ শহর ছেড়ে
ঘুমিয়ে পড়া এই পৃথিবীর সকল কোনে,
জাগবে মানুষ নিষিদ্ধ এক ইস্তেহারে
সব শোষিতের জয় হবে এই সম্মিলনে ৷
-------
কন্যা বিনাশ
No comments:
Post a Comment